Loading...

আমাদের ভিশন ও কার্যক্রম নিয়ে কিছু কথা

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সম্মানিত অভিভাবকবৃন্দ
চলমান বিশ্বের জটিল চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামী চরিত্রের নিষ্ঠাবান অনুসারী, দেশপ্রেমিক, সৎ ও যোগ্য প্রজন্ম সৃষ্টির মহান ব্রত নিয়ে “আস-সুন্নাহ্ মডেল মাদরাসা” মহান প্রভুর অপার কৃপায় যাত্রা শুরু করছে। একদল শিক্ষানুরাগী, ত্যাগী ও মুখলেসিনেদ্বীনেরা দৃঢ় হাতে নিরন্তর তত্ত্বাবধানে প্রতিষ্ঠান পরিচালনার হাল ধরেছেন। একদল সুশিক্ষিত ও নিবেদিতপ্রাণ শিক্ষকমন্ডলীর সমন্বিত প্রয়াসে ইতোমধ্যে “আস-সুন্নাহ্ মডেল মাদরাসা” উদ্বোধন হতে যাচ্ছে। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা বর্তমানে প্রতিষ্ঠানের প্রশস্ত ভবনের মধ্যে Morning Shift- এ চলছে দ্বীনি পরিবেশে পূর্ণাঙ্গ মাদ্রাসা, রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত উন্নতমানের হিফজুল কুরআন মাদ্রাসা। ইলামিক শিক্ষা প্রদানে আমরা সর্বদাই যত্নশীল রয়েছি ও থাকবো ইন্‌শাআল্লাহ। একজন সচেতন অভিভাবক হিসেবে নৈতিক অবক্ষয়ের এই দুর্দিনে আপনার প্রিয় সন্তানের আধুনিক শিক্ষা ও সু-শিক্ষা নিশ্চিত করণে এবং চরিত্র গঠনের দায়িত্ব আমাদের ওপর ন্যাস্ত করে নিশ্চিন্ত হতে পারেন। আমরা কঠিন এই দায়িত্ব গ্রহণের করছি অঙ্গীকার।
অধ্যক্ষ-
আস-সুন্নাহ্ মডেল মাদরাসা

মাওলানা মহিউদ্দিন
মাওলানা মহিউদ্দিন
অধ্যক্ষ

একাডেমির বৈশিষ্ট্য

* সার্বক্ষনিক বিদ্যুৎ ব্যবস্থা ।

* ছাত্র-ছাত্রীদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান ।

* অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে পাঠদান।

* সহীহ্ কোরআন, নামাজ ও মাসয়ালা, মাসায়েলের বিশেষ গুরুত্ব প্রদান ।

* আরবির পাশাপাশি বাংলা-ইংরেজী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান ও কথোপকথনের বিশেষ ব্যবস্থা।

* কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক।

* প্রত্যেক বিষয়ে CT-MT গ্রহণ ও ক্লাসের পড়া ক্লাসে আদায় ।

 * নৈতিক মানোন্নয়নে মোটিভেশন প্রোগ্রাম ।

* ডায়েরী সংরক্ষন ও Class Performance অনুসারে নাম্বার প্রদান ।

* খেলাধূলা, সাংস্কৃতিক কার্যক্রম, শিক্ষা সফর ও বিনোদনের বিশেষব্যবস্থা।

* শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকবৃন্দের নিয়মিত যোগাযোগ।

* সার্বক্ষণিক সম্পূর্ণ মাদ্রাসা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।

* কায়েদা, নাজেরা ও হিফজ বিভাগের ছাত্রদের হিজের পাশাপাশি সাধারণ শিক্ষার ব্যবস্থা।

শিক্ষা কার্যক্রম

এখানে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে উন্নতমানের পাঠ্যসূচী অনুকরণ হয়। দেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষকদের সমন্বয়ে গঠিত কারিকুলাম অনুযায়ী পাঠ্যসূচী প্রণীত। আরবী ও ইসলামী শিক্ষার জন্য মুসলিম বিশ্ব ও মাদরাসা শিক্ষা বোর্ডের পাঠ্যসূচী অনুকরণ। ইংরেজি ও অন্যান্য বিষয়ের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও আধুনিক বিশ্বের বিভিন্ন পাঠ্যসূচী অনুসরণ করা হয়। এছাড়াও পাঠ্যসূচীর পাশাপাশি নৈতিক, শরীরচর্চা ও সাংস্কৃতিক বিষয়াবলী এবং আমল-আখলাকের প্রতি অত্যধিক গুরুত্ব প্রদান করা হয় ।

পাঠদান পদ্ধতি

আস-সুন্নাহ্ মডেল মাদরাসার শিক্ষার্থীকে পাঠদানের ক্ষেত্রে অনুসরণ করা হয় বিভিন্ন কার্যকর ও উপযোগী পদ্ধতিঃ

* আধুনিক মনোবিজ্ঞানের আলোকে দ্বীনি পরিবেশে পাঠদান ।

* শিক্ষা উপকরণ ব্যবহার।

*একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ।

* পাঠদানে ইংরেজি ও আরবীকে গুরুত্ব প্রদান।

* ব্যবহারিক ল্যাবে কম্পিউটার ক্লাসের ব্যবস্থা ।

* ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি গ্রহণ

* প্রতি ক্লাসে বাড়ির কাজ (HW) আদায়

* পাঠ ও শ্রেণীর কাজ (CW) প্রদান এবং তা নিরীক্ষণ

* শিক্ষার্থীদেরকে মেধানুসারে মূল্যায়ন ও তত্ত্বাবধান

* অঙ্কন, সংগীত, শরীরচর্চা ও সাংস্কৃতিক ক্লাসের পৃথক ব্যবস্থা

পরিক্ষা পদ্ধতি

প্রথম সেমিস্টার ঃ (জানুয়ারি -এপ্রিল)

দ্বিতীয় সেমিস্টার ঃ (মে - আগস্ট)

তৃতীয় সেমিস্টার ঃ (সেপ্টেম্বর - ডিসেম্বর)

এর মধ্যে সাপ্তাহিক ও মাসিক টেস্ট পরীক্ষা।

শিক্ষক প্রশিক্ষণ

উন্নত বিশ্বের অনুসৃত বিজ্ঞানসম্মত পাঠদান পদ্ধতির সাথে পরিচিত ও অনুশীলন উপযোগী করে গড়ে তোলার জন্য একাডেমিতে কর্মরত সকল শিক্ষকদের নিয়ে প্রতি বছর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সৃজনশীল পাঠদান কৌশল ও শিশু মনোবিজ্ঞানের আলোকে পাঠদানের বিভিন্ন বিষয়ে শিক্ষকমন্ডলিকে প্রশিক্ষিত করে তোলা হয় ।

হিফজুল কুরআন বিভাগ

কুরআনুল কারিমের অসংখ্য অলৌকিক বিষয়ের মধ্যে কুরআন হিফজকরণ একটি অন্যতম মো'জেযা। পৃথিবীর কোন যুগে কোন ধর্মগ্রন্থের হাফেজ ছিল না এবং বর্তমানেও নেই। একমাত্র ব্যতিক্রম কুরআনুল করিম বর্তমান বিশ্বেও লক্ষ লক্ষ নর-নারীর হৃদয়ে এ মহান কিতাব সংরক্ষিত রয়েছে। আগামীতেও আমাদের সন্তানদের কুরআন হিফজ করার ব্যবস্থা করে এ ধারা অব্যাহত রাখতে হবে। এটি মুসলিম উম্মাহর জাতীয় দায়িত্ব ।

আলহামদুলিল্লাহ, আমরা আনন্দের সাথে ঘোষণা করছি ে আস-সুন্নাহ্ মডেল মাদ্রাসাতে হিফজুল কুরআন বিভাগ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রচলিত ও গতানুগতিক ধারায় হিফজুল কুরআন মাদরাসা প্রতিষ্ঠা করা আমদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য আধুনিক কারিকুলামসহ আন্তর্জাতিক মান সংরক্ষণ ।

বৈশিষ্ট্য :

* পরীক্ষার মাধ্যমে ছাত্র বাছাই

* হেফজের সাথে শ্রেণী কার্যক্রমের সমন্বয়

* আধুনিক বিশ্বে গৃহীত নতুন নিয়ম অনুসরণ

* মনোরম ও রুচিশীল পরিবেশ

* সম্পূর্ণ আবাসিক ব্যবস্থা

* শরীর ও স্বাস্থ্যের প্রতি নিবিড় যত্ন

* প্রতি ২০ জনে ১ জন শিক্ষক

আপনি অন্ততঃ আপনার একটি সন্তানকে আল্লাহ তায়ালার এ আখেরী কালাম হিজ করার জন্য সিদ্ধান্ত নিন। আপনার স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন।

সাংস্কৃতিক কার্যক্রম

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ সাধনের লক্ষ্যে সাংস্কৃতিক কার্যক্রমের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয় । ক্বিরাত, হামদ, না'ত, গজল, বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি ও সাহিত্য বিষয়ে পারদর্শিতা অর্জনের লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস উদ্যাপনে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ, সরকারি ও বেসরকারি উদ্যোগে উদ্যাপিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের সুপ্ত প্রতিভা বিকাশের বিশেষ প্রচেষ্টা চালানো হয়। এছাড়াও একাডেমীর উদ্যোগে দেয়ালিকা, কুইজ প্রতিযোগিতা ও ম্যাগাজিন প্রকাশের ব্যবস্থা রয়েছে ।

বাৎসরিক অনুষ্ঠান

প্রতিটি শিক্ষা সেশনে একাডেমিতে বিভিন্ন একাডেমিক, সাংস্কৃতিক, ক্রীড়া, শিক্ষা ও বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে-

বার্ষিক উদ্বোধনী অনুষ্ঠান

অভিভাবক সমাবেশ

সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

শিক্ষা সফর

সবক প্রদান অনুষ্ঠান

জাতীয় ও ধর্মীয় দিবস পালন

বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান